Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষ প্রত্যাশিত নয়, সুষ্ঠু নির্বাচন চাই: ডিকসন


২৬ জানুয়ারি ২০২০ ১৭:০৯

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলা প্রত্যাশিত নয় জানিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন সামনে রেখে কোনো সংঘাত চাই না।’

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গোপিবাগে বাসায় ইশরাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রবার্ট চ্যাটার্টন বলেন, ‘আমি সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হওয়া দরকার। সুষ্ঠু নির্বাচন সকলেরই কাম্য। আমি আশা করব এটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন আশা করি।’

রবার্ট আরও বলেন, ‘আমি ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছে সে বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। ইলেকশন কমিশনের কাছেও আমরা ভালো নির্বাচন প্রত্যাশা করছি। আশা করি তারা একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবেন।’

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা প্রতিক্রিয়া চাইলে রবার্ট বলেন, ‘নির্বাচনি প্রচারণায় সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয় এবং এ সমস্ত সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রার্থী ইশরাকসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মী আহত হন। এ ঘটনার দুই ঘণ্টা পর রাবার্ট চ্যাটার্টন ডিকসন ইশরাক হোসেনের সঙ্গে দেখা করতে যান।

বিজ্ঞাপন

ইশরাক টপ নিউজ নির্বাচন সংঘর্ষ

বিজ্ঞাপন

সভ্য দেশের গৃহহীন মানুষ
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর