Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে রিট


২৬ জানুয়ারি ২০২০ ১৯:১৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ২০:৫৯

ঢাকা: হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনে সিটি নির্বাচনে বিএনপি মনোনীত তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি রিট আবেদন করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

একই অভিযোগ এনে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।

তাবিথ আউয়াল বিএনপি সম্পদের তথ্য গোপন করার অভিযোগ