Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


২৬ জানুয়ারি ২০২০ ১৯:৫৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেমিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম অজিয়র রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) আবু রায়হান মোহাম্মাদ সালেহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম এবং পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখা প্রধান মোহাম্মদ ফরিদ হোসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সীমিত ওভার (একদিনের ম্যাচ) ফরম্যাটের এই প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনে সদর উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করে।

আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট বরিশাল স্কুল ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর