Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারণায় জনদুর্ভোগের জন্য ক্ষমাপ্রার্থনা আতিকুলের


২৬ জানুয়ারি ২০২০ ২০:০৬

ঢাকা: বাংলাদেশে এই প্রথম নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থী হিসেবে প্রচারণার জন্য হওয়া অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তিনি।

রোববার (২৬ জানুয়ারি) নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আতিকুল ইসলাম এই ক্ষমাপ্রার্থনা করেন।

বিজ্ঞপ্তিতে আতিকুল ইসলাম বলেন, ‘সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রবল উদ্দীপনায় কাজ করছি আমরা। কর্মই আমাদের ব্রত, সেবাই আমাদের ধ্যান।’

তিনি বলেন, ‘ঢাকার সব সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তাঁর পূর্ণ সমাধান খুঁজতে আমি আপনার এলাকায় নির্বাচনি দফতর স্থাপন করেছি। সেখানে প্রতিদিন প্রচুর দলীয় নেতা, কর্মী ও শুভাকাঙ্খী আসছেন এবং তাঁদের সকলের সঙ্গে কথা বলার জন্য অনেক সময় শব্দ যন্ত্রের ব্যবহার করতে হচ্ছে। বিপুল পরিমান জনসমাগম এবং শব্দের কারণের আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কোনো অনাকাঙ্খিত সমস্যা যদি কারো হয়ে থাকে তবে তার জন্য আমি এবং আমার নির্বাচনি দলের সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।’

এ সময় তিনি ভোটারদের সমর্থন, সহযোগিতা এবং ভোটকেন্দ্রে উপস্থিতি কামনা করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রচারণার ১৩তম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের গলিতে আয়োজিত এক নির্বাচনি পথসভায় আতিকুল ইসলাম জনদুর্ভোগ এড়িয়ে নির্বাচনি প্রচারণা চালানোর আহ্বান জানান আতিকুল ইসলাম। এ সময় ডিজিটাল মাধ্যমে নির্বাচনি প্রচারণা করার কথা বলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আতিকুল ইসলাম ক্ষমা চেয়েছেন নির্বাচনি প্রচার-প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর