প্রত্যেকটি পোর্টে স্ক্যানার বসানো হবে: অর্থমন্ত্রী
২৬ জানুয়ারি ২০২০ ২২:৩৩
ঢাকা: আমদানি-রফতানি পণ্য যাচাই-বাছাইয়ের জন্য দেশের প্রত্যেকটি বন্দরে স্ক্যানার বসানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (২৬ জানুয়ারি) রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘শুধু রাজস্ব নয় জনগণকে সেবাও দিতে হবে। শুল্কসহ রাজস্ব আদায়ের সব আইন সহজিকরণ করা হবে। আমি আশা করি একদিন, এনবিআরের সব কার্যক্রম পেপারলেস হবে। এনবিআরের প্রত্যেকটি সিস্টেম অটোমেটেড হবে। যদি আমরা পারি তাহলে রাজস্ব আদায়ও কোন রকম ঘাটতি হবে না।’
এরই মাঝে কাজ হাতে নিয়েছি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকটি পোর্ট, সিপোর্ট, স্থলপোর্ট বা এয়ারপোর্ট হোক সব জায়গায় স্ক্যানার বসাবো। যেখান দিয়ে দেশে মালামাল আসবে এবং বাইরে যাবে। সেটা হলে নতুন ২টা জিনিস হবে, সঠিক জিনিসগুলো এলো কিনা এবং সঠিক মূল্য মূল্যায়ণ করতে পারা।’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে করে তিনি আরও বলেন, ‘আসুন আমরা শপথ নেই আমৃত্যু এই দেশকে ভালবাসবো। দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। জাতির পিতা একটি যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ার যাত্রা শুরু করেছিলেন। জাতির পিতা পুরো সময়টা এই দেশের মানুষের অর্থনৈতিকমুক্তির জন্য কাজ করেছেন। তিনি বীজ বপন করে গেছেন। তিনি কিন্তু সেখান থেকে বিচলিত হননি। তারই দেখানো পথে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে (কাস্টম কর্মকর্তাদের উদ্দেশ্যে) আপনাদের যার যা সক্ষমতা আছে যার যার অবস্থান থেকে এই দেশের অর্থনৈতিকমুক্তির জন্য কাজ করবেন। আপনাদের সততার কোন ঘাটতি আছে বলে আমি বিশ্বাস করি না।’
অনুষ্ঠানে কাস্টমসের ১৭জন কর্মকর্তা ও ৩টি প্রতিষ্ঠানকে ডাব্লিউসিও মেরিট পুরস্কার দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমসহ অন্যরা।