Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ কামরার ‘জাদুঘরে’ দেড়শ বছরের চায়ের ইতিহাস


২৭ জানুয়ারি ২০২০ ০৮:২৫

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের টি রিসোর্টের গেটেই চার কামরার ‘জাদুঘর’। এখানেই রয়েছে বাংলাদেশে দেড়শ’ বছর আগে চা চাষের জানা-না জানা সব ইতিহাস। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে দেড় কিলোমিটার দূরে লাউয়াছড়া সড়কে এই চা মিউজিয়ামের উদ্বোধন করা হয়। এখনও চা সম্প্রসারণ প্রকল্পের পরিত্যক্ত ভবনের ছোট সেই চারটি ঘরেই ‘বন্দি’ এই জাদুঘর।

শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জ ও শমশের নগরের দিকে চলে গেছে যে সড়ক- সেটি ধরে দুই কিলোমিটারের মতো এগোলেই বাংলাদেশ চা-বোর্ডের ‘টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম’। বাগান ঘেরা এ চায়ের জাদুঘরে বাংলাদেশের চা-শিল্পের প্রায় দেড়শ’ বছরের ইতিহাস ফুটে উঠেছে নানা সংগ্রহে-স্মারকে।

সড়কের পাশ ঘেঁষা টিলার ওপর ছড়িয়ে থাকা টিনশেড ঘরগুলোর মধ্যে প্রথমটিতে ঢুকতেই বঙ্গবন্ধুর আপাদমস্তক প্রতিকৃতি। খালি চেয়ার-টেবিলের পেছনে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত বঙ্গবন্ধুর ঠায় দাঁড়িয়ে থাকা মনোমুগ্ধকর একটি ছবি; যা যে কাউকেই আকৃষ্ট করে। ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সে সময়ে তিনি শ্রীমঙ্গল নন্দরানী চা বাগানে এসেছিলেন। তখন যে চেয়ারে বসে মিটিং করেছিলেন টি মিউজিয়ামের সংগ্রহশালায় রয়েছে সেই চেয়ারটিও।

চা জাদুঘরে চা গাছ ব্যবহার করেই আসবাব তৈরি করা হয়েছে। সেগুলোর ওপরই প্রদর্শন করা হয়েছে সংরক্ষণ করা নানা জিনিসপত্র। এই জাদুঘরে রয়েছে ব্রিটিশ আমলে চা-বাগানে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী। জাদুঘরে সংরক্ষিত রয়েছে- প্রাচীনকালের চা সংগ্রহের চয়নযন্ত্র, খস্তি, বাগানের কাদা পরিষ্কারের জন্য লোহার পাপোশ, ইংরেজ সাহেবদের হাড়ের লাঠি, কাটা কোদাল, তৎসময়ে চা শ্রমিকদের ব্যবহৃত গহনা, ছেওরাছাড়া চা বাগানের প্রাচীন মুদ্রা, ব্রিটিশ আমলের রেডিও, নয়াপাড়া চা বাগান থেকে সংগ্রহ করে এনে রাখা জীবাশ্ম, ব্রিটিশ আমলে ব্যবহৃত কেরোসিন চালিত ফ্রিজ, চা বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ব্রিটিশ আমলের যান্ত্রিক লাঙ্গল, পানির ফিল্টার, ব্রিটিশদের ব্যবহৃত টেলিফোন সেট, টাইপ রাইটার, লিফট পাম্প, জরিপ ছিকল, টারবাইন পাম্প, এমনকি ব্রিটিশ আমলের সার্ভিস বুক।

বিজ্ঞাপন

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক সারাবাংলাকে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের কাছে শতবছরের প্রাচীন এই নিদর্শনগুলো তুলে ধরার লক্ষেই এই মিউজিয়ামের উৎপত্তি। এখানে জাতির জনক বঙ্গবন্ধুর ব্যবহৃত ঐতিহাসিক একটি চেয়ার ও টেবিল ছাড়াও ব্রিটিশ আমলে চা-বাগানে ব্যবহৃত ঐতিহাসিক বিভিন্ন আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।’ তবে এলাকাটি পর্যটকদের জন্য সংরক্ষণ করা প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা।

ইতিহাস চা মিউজিয়াম শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর