Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হায়দারাবাদের সিএএ বিরোধী সমাবেশ থেকে ভিম আর্মি প্রধান আটক


২৭ জানুয়ারি ২০২০ ১২:৩৮

ভারতের হায়দারাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সমাবেশ থেকে রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করেছে পুলিশ। আটক আজাদ হিন্দি ভাষায় এক টুইটার বার্তায় জানিয়েছেন, সোমবার (২৭ জানুয়ারি) তাকে দিল্লি পাঠানো হবে। এছাড়াও, তাকে আটকের সময় ভিম আর্মি সমর্থকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, এনডিটিভি।

বিজ্ঞাপন

ওই টুইটার বার্তায় চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, তেলেঙ্গানায় স্বৈরাচার তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। প্রথমে পুলিশ ভিম আর্মি সমর্থকদের নির্বিচারে লাঠিপেটা করে। পরে তারা আমাকে আটক করে। এখন আটক অবস্থায় আমাকে দিল্লি পাঠানো হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরকে মেনশন করে টুইটারে আজাদ আরও লিখেছেন, এই অপমানের কথা বহুজন দলিত সমাজ কোনোদিন ভুলবে না, আমি শীঘ্রই ফিরে আসবো।

এর আগে, হায়দারাবাদের ক্রিস্টাল গার্ডেনে রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে সিএএ বিরোধী এক সমাবেশে অংশ নেয় ভিম আর্মি। তারপর সেখানে পুলিশ উপস্থিত হয়ে অতর্কিতে আক্রমণ চালায় এবং পরে সভাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে, হায়দারাবাদের পুলিশ কমিশনার অঞ্জনী কুমার এনডিটিভিকে জানিয়েছেন, অনুমতিবিহীন সমাবেশ করে দন্ডবিধির ১৫১ ধারা লঙ্ঘনের দায়ে তারা ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করেন। দন্ডবিধির এই ধারার মাধ্যমে জনগণের নিরাপত্তা ও শান্তি কেউ বিঘ্নিত করলে তাকে আটকের ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির দারায়াগঞ্জের একটি সিএএ বিরোধী সমাবেশ থেকে এর আগেও আজাদকে আটক করেছিল পুলিশ। জানুয়ারির ১৬ তারিখ তিহার জেল থেকে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। দশ দিনের মাথায় তাকে ফের আটক করলো পুলিশ।

বিজ্ঞাপন

চন্দ্রশেখর আজাদ ভারত ভিম আর্মি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) হায়দারাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর