কথা থাকলেও শুরু হয়নি বিজিএমইএ ভবন ভাঙার কাজ
২৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৯
ঢাকা: গত বুধবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সেদিন উদ্বোধনের মধ্য দিয়েই ভবন ভাঙার কাজ শেষ হয়। এরপর ভাঙার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার (২৭ জানুয়ারি) থেকে পুরোদমে মূল কাজ শুরু হবে। তবে ভবনে বিদ্যুৎ সংযোগ না থাকার ‘অজুহাতে’ এদিন দুপুর পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি। দুপুরের পরও কাজ শুরু হবে না বলে নিশ্চিত হওয়া গেছে।
ভবন ভাঙার কাজ পাওয়া প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালক নছরুল্লাহ খান রাশেদ সারাবাংলাকে বলেন, ‘আজ কাজ শুরু হওয়ার কথা থাকলেও আমরা শুরু করতে পারিনি। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কাজ শুরু করা যায়নি। বুধবার জেনারেটর দিয়ে ভবন ভাঙার কাজের উদ্বোধন করা হয়েছিল। আমরা বিদ্যুৎ সংযোগ পেতে রাজউকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবো।’
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, কোনো কারণে বিদ্যুৎ সংযোগ পেতে বিলম্ব হলে আগামী দুই একদিনের মধ্যে ভবন থেকে ডাস্ট অপসারণ শুরু হবে। প্রতিটি ফ্লোরের ডাস্ট অপসারণ শেষে এ সপ্তাহেই পুরোদমে ভাঙার কাজও শুরু হবে।
উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী বিজিএমইএ ভবনে এসে গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশ নিজ হাতে যন্ত্র দিয়ে উপড়ে দেন। এসময় তার সঙ্গে রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেদিন ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালক নছরুল্লাহ খান রাশেদ বলেছিলেন, ‘সোমবার থেকে আবারও ভবন ভাঙার কাজ শুরু হবে। উদ্বোধনের মধ্য দিয়েই বুধবারের কাজ শেষ করা হয়েছে। আমরা ৬ মাসের মধ্যে ভাঙার কাজটি সুন্দরভাবে শেষ করবো।’
গণপূর্তমন্ত্রী ফোর স্টার এন্টারপ্রাইজ বিজিএমইএ ভবন ভাঙার কাজ উদ্বোধন