ইশরাকের ওপর হামলা: ইসির সঙ্গে বৈঠকে বিএনপি
২৭ জানুয়ারি ২০২০ ১৬:০৭
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করছেন। ইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন- প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।
ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ইসির সঙ্গে বিএনপির তৃতীয় বৈঠক এটি।