Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত হলে মাদকমুক্ত ঢাকা গড়ে তুলবো: আতিকুল


২৭ জানুয়ারি ২০২০ ১৬:৩২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। নির্বাচিত হলে মাদকমুক্ত ঢাকা গড়ে তুলব।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজা থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল। এ সময় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘উন্নয়ন হবে। সে উন্নয়নের চাইতে আরও বেশি উন্নয়ন হবে যদি আমরা একটি সুস্থ মাদকমুক্ত সমাজ গড়তে পারি। আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে আন্দোলন। মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। আসুন মাদককে আমরা সবাই না বলি।’

নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর মাত্র দুই দিন আমরা প্রচারণা চালাতে পারব। আর এক মুহূর্ত ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে ভোটের ক্যাম্পেইনকে আরও শক্তিশালী করুন। বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করুন, ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করুন। ভোট কেন্দ্রে যত বেশি ভোটার আসবে, আওয়ামী লীগ তত বেশি ভোটে জয় লাভ করবে।’

নির্বাচিত হলে মেয়র ও কাউন্সিলরদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আমি কথা দিতে চাই প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে ওই এলাকার জনগণের সামনে মেয়র ও কাউন্সিলররা উপস্থিত হবেন। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনব, অভিযোগ জানব, তাদের প্রশ্নের উত্তর দেবো। যার মাধ্যমে সিটি করপোরেশন, মেয়র ও কাউন্সিলররা জবাবদিহির আওতায় আসবে।’

বিজ্ঞাপন

নির্বাচনি প্রচারণায় জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য নেতাকর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আর এমন গণসংযোগের সময় আপনাদের জনগণের ভোগান্তি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণসংযোগের নামে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। জনদুর্ভোগ হলে কিন্তু ভোট বাড়বে না, ভোট কমবে। তাই জনগণের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে আপনারা গুরুত্বসহকারে নজর রাখবেন।’

এ দিন আতিকুল ইসলাম উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এখান থেকে ১১ নম্বর সেক্টর, বাউনিয়া, নলভোগ, কালিয়ারটেক এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান এই মেয়রপ্রার্থী।

আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর