Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া ও লক্ষ্মীপুর


২৭ জানুয়ারি ২০২০ ১৮:০১

ঢাকা: লক্ষ্মীপুর ও বগুড়ায় আরও দুটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির নামকরণ করা হয়েছে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এসব তথ্য জানান।

নতুন দুটি বিশ্ববিদ্যালয়সহ বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৬টি। অন্যদিকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫টি। এর মধ্যে ৯০টিতে শিক্ষা কার্যক্রম চালু আছে।

দুই বিশ্ববিদ্যালয়ের আইনেই ৫৫টি করে ধারা রাখা হয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় একাডেমিক কাউন্সিল ও ২৯-৩০ ধারায় অর্থ কমিটি সংশ্লিষ্ট বিধান রয়েছে।

এ দুই আইনের আওতায় ২১টি অনুচ্ছেদ সংবলিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের ফাঁকে সংযুক্ত করা আছে।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর