Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ভাষায় নামফলক: ১০ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সাইনবোর্ড বা নামফলক বাংলায় না লেখার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় অপসারণ করা হয়েছে বিদেশি ভাষায় লেখা ১৫ প্রতিষ্ঠানের নামফলক।

রাজধানীর গুলশান এক নম্বর গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির প্যানেল মেয়র ডেইজি সারোয়ার।

সরেজমিনে দেখা গেছে, জরিমানা ও উচ্ছেদ অভিযানের সময় কোনো কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়িয়েছেন।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার সারাবাংলাকে বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। ফেব্রুয়াতি এখন পর্যন্ত আমরা তিনটি অভিযান পরিচালনা করেছি। অভিযানগুলো পরিচালিত হচ্ছে মূলত সবাইকে সচেতন করার উদ্দেশ্যে। বিদেশি ভাষায় লেখা নামফলকগুলো যেন তারা দ্রুতই সরিয়ে নেয়।’

তিনি বলেন, ‘আজকের অভিযানে ১০টি মামলা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৫টি প্রতিষ্ঠানের নামফলক অপসারণ করা হয়েছে।’

প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, ‘বিলবোর্ড বা নামফলক সম্পর্কে হাইকোর্টের নির্দেশ রয়েছে। অন্য ভাষায় লেখা নামফলকগুলো সরিয়ে নিতে ডিএনসিসির পক্ষ থেকেও প্রচারণা চালানো হয়েছে। ডিএনসিসির আওতাভুক্ত সব এলাকায় মাইকিং করা হয়েছে। পরিচ্ছন্ন ঢাকা গড়তে আমরা সব চেষ্টা চালিয়ে চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর