আইএসও সনদ পেল ১১ প্রতিষ্ঠান
২৭ জানুয়ারি ২০২০ ২০:৩৭
ঢাকা: পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) নতুন করে ১১টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সনদ তুলে দেন সংস্থাটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯টিকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও সনদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স সারাহ রিসোর্ট লি., মেসার্স কোয়ালিটি ক্যালিব্রেশন সল্যুশন প্রাইভেট লি., বিদ্যুৎ বাংলাদেশ প্রাইভেট লি., এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, বিল্ডিং কেয়ার টেকনোলজি লি., ইন্ডাস্ট্রিয়াল ইজ্ঞিনিয়ারিং সল্যুশন লি., বিডি ফুডস লি., ইমামী বাংলাদেশ লি. এবং ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লি.। এছাড়া, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর মেসার্স দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বেবি নিউট্রিশন লিমিটেডকে আইএসও সনদ দেওয়া হয়।
উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই থেকে আপনাদের আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্যের মান এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। দেশে যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে, দেশ তত বেশি উন্নত হবে। এভাবে সামগ্রিক ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যাওয়ার ভিশন পূর্ণ হবে।
আইএসও সনদ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন প্রদত্ত আন্তর্জাতিক সনদ। বিএসটিআই আইএসও’র সদস্যভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি এই সনদ দিয়ে থাকে। আর সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা ও গুণগত মানে আইএসও’র মান মেনে চলে।