Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৯ লাখ টাকা জরিমানা


২৭ জানুয়ারি ২০২০ ২০:৫২

ময়মনসিংহ: ময়মনসিংহের চরপাড়ায় অভিযান চালিয়ে দু‘টি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে সাড়ে ৯ লাখ জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ টাকা এবং মৈত্রী নার্সিং হোমকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতার উজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাবের কমান্ডার মেজর মো. শিবলী সাদিক এবং ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৌফিক হাসান শাওন উপস্থিত ছিলেন।

মো. আখতার উজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, মেডিকেল পরীক্ষা-নিরীক্ষায় মানসম্মত উপকরণ না থাকা, অপরিষ্কার পরিবেশ, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা, অপারেশন থিয়েটারে অটোক্লেভ মেশিন না থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়েছে।

জরিমানা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর