Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৎ ছেলেকে হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ড


২৭ জানুয়ারি ২০২০ ২১:০৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০০:৩৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলেকে হত্যার অপরাধে মোসা. রোজিনা ওরফে খাদিজাকে (৩৫) ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় ঘোষণা করেন। সে সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

খাদিজা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবপুরের মো. রমজান আলীর মেয়ে। তার স্বামীর নাম আব্দুর রহিম।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলী আঞ্জুমান আরা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ৮ অক্টোবর গভীর রাতে সৎ ছেলেকে হত্যা করেন খাদিজা। এরপর তাকে প্রতিবেশীর বাড়ির প্রাচীরের কাছে ফেলে আসেন।

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. রেদওয়ান হত্যার ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন। ওই বছরের ৩১ ডিসেম্বর মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী খাদিজাকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

কারাদণ্ড হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর