Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ রোহিঙ্গা নারী উদ্ধার: ২ মানবপাচারকারী রিমান্ডে


২৭ জানুয়ারি ২০২০ ২১:০৮

ঢাকা: বাড্ডা থানার আফতাবনগর থেকে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের দুই সদস্য কবির আহমেদ ও এমরানকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী রিমান্ড আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম আসামিদের আদালতে হাজির করেন। মামলার তদন্ত স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার দুপুর ১২টার দিকে আফতাবনগরের বি ব্লকের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় র‌্যাব-৩ অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে। এসময় কবির আহমেদ ও এমরানকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট ফরমও উদ্ধার করে র‌্যাব।

জামিন পাচারকারী রোহিঙ্গাদের উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর