হিলিতে পৌঁছেনি থার্মাল স্ক্যানার, সচেতনতায় সীমাবদ্ধ কার্যক্রম
২৭ জানুয়ারি ২০২০ ২৩:১০
হিলি (দিনাজপুর): দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলিতে পৌঁছেনি থার্মাল স্ক্যানার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় মেডিকেল টিম কাজ শুরু করলেও কেবলমাত্র সচেতনতা সৃষ্টির মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা ঘুরে দেখা যায়, পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে লিফলেট বিলি করছে মেডিকেল টিম। তাতে উল্লেখ রয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ এবং করণীয়। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।
এ প্রসঙ্গে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাঈদ সারাবাংলাকে বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা পাওয়ার পরে আমরা একটি মেডিকেল টিম দিয়েছি। থার্মাল স্ক্যানার না থাকায় প্রাথমিকভাবে টিমের সদস্যরা যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা আবেদন করেছি যেন শিগগিরই এখানে স্ক্যানার স্থাপন করা হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান সারাবাংলাকে বলেন, আমরা সতর্ক রয়েছি, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিক বা অসুস্থ ব্যক্তি বন্দর ব্যবহার করে পার হননি।