Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি’


২৮ জানুয়ারি ২০২০ ১৫:১৬

ঢাকা: করোনাভাইরাস সংক্রামক, তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। বাংলাদেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনাভাইরাস: প্রেক্ষাপট, সচেতনতা ও করণীয়’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে এখনো কেউ এই রোগে আক্রান্ত হয়নি। আমরা যদি সতর্ক থাকি এবং নিয়ম মেনে চলি তাহলে কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনাও নেই। করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোন ভ্যাকসিন কিংবা ওষুধ নাই। তাই সংক্রমণ রোধে আমাদের সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

চীনে আটকে পড়া শিক্ষার্থীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চীনের উহানে প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। দুই সপ্তাহ পর চীন সরকার তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে।’

করোনা মোকাবিলায় দেশের সব জেলা হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিমান, নৌ ও স্থল বন্দরগুলোতে স্ক্রিনিংয়ের পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ পরীক্ষা কর্মসূচি।’ এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও, আতঙ্কিত হয়ে দেশে ফেরাদের মাধ্যমে ভাইরাসের প্রবেশ ঠেকাতে বিমান বন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

করোনাভাইরাস করোনাভাইরাস আতঙ্ক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর