Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে গণধর্ষণ মামলার ৩ আসামি রিমান্ডে


২৮ জানুয়ারি ২০২০ ১৫:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুরে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজনকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের বিচারিক হামিক আদালত-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বাদি ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে শুনানির শেষে শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক আসামি আহসান ওরফে হাসান কিশোর হওয়ায়, তার রিমান্ড আবেদনের এই আদালত শোনেননি।

গত ১৫ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে চারজন। পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ধর্ষণের কথা জানায়, এমনকি ভিডিও প্রকাশের গ্রেফতার হতে পারে বলেও ভিডিওতে উল্লেখ করে।

বিজ্ঞাপন

ধর্ষণের ৯ দিন পর গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গণধর্ষণ মামলা নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ রিমান্ড মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর