Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর ককটেল হামলার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী জেলে


২৮ জানুয়ারি ২০২০ ১৬:৩২

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের হওয়া আলাদা মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, চট্টগ্রাম নগরীর ডবলুমরিং ও বন্দর থানায় ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দায়ের হওয়া ১০টি মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া ৪০ জনের মধ্যে সাইয়েদুল আলম আরজু, সিরাজ, আব্দুর রব মিটু, আদনান, সবুজ গাজী, তানভীর হোসেন, শাহজাহান, রায়হান চৌধুরী, ইয়াছিন, ওয়াহিদ, সাব্বির ও ইমরানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে জানিয়েছেন পিপি।

পুলিশের ওপর ককটেল হামলার মামলায় বিএনপি নেতাকর্মী জেলে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর