Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার হবে প্রীতিলতার স্মৃতিবিজড়িত পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব


২৮ জানুয়ারি ২০২০ ১৭:৪৮

সংসদ ভবন থেকে: ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্মৃতিবিজড়িত চট্টগ্রামের পাহড়তলী ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় স্থায়ী কমিটিকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্য ও রেলপথ বিষয়ক মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্মৃতি বিজড়িত চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, এ সংক্রান্ত বিষয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে নতুন রেল লাইন নির্মাণসহ পুরনো রেল লাইনগুলো ত্রুটিমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া রেলওয়ে ট্র্যাক, ব্রিজ, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, অ্যাপ্রোচ রোড ইত্যাদি সংস্কারের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন বলেও কমিটিতে জানায় মন্ত্রণালয়।

রেলওয়ের রাজস্ব আদায়ের খাত ও রাজস্ব আদায় বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। মন্ত্রণালয় জানান, বাংলাদেশ রেলওয়ে যাত্রী, মালামাল, পার্সেল, ভূ-সম্পত্তি, স্ক্র্যাব ও টেলিকম লিজ খাতে রাজস্ব আদায় করে থাকে এবং বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে রেলওয়ের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এছাড়া, চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন ও ডেমু ট্রেনের বর্তমান অবস্থা সম্পর্কে বৈঠকে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কমিটি রেলস্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট স্থাপন, বিভিন্ন রেলস্টেশনে সৌর বিদ্যুৎ স্থাপন এবং ওয়ার্কশপগুলোতে ডেমু ট্রেন মেরামতের জন্য ইউনিট স্থাপনের সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ক্লাব সংস্কার পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব প্রীতিলতা ওয়াদ্দেদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর