Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাসেতু দিয়ে যান চলাচল শুরু আগামী বছর জুনে’


২৮ জানুয়ারি ২০২০ ১৮:৫২

সংসদ ভবন থেকে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০২১ সালের জুন মাস থেকে পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার পাওয়া মেগা প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পের গুরুত্বপূর্ণ পাঁচটি প্যাকেজের মধ্যে মাওয়া সংযোগ সড়ক, জাজিরা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতু এবং নদী শাসন কাজের অগ্রগতি যথাক্রমে ৮৫ দশমিক পাঁচ শতাংশ এবং ৬৬ শতাংশ।’

২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক পাঁচ শতাংশ। পদ্মাসেতুর ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ২১টি ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন করা হবে। আগামি বছর জুনে পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

ওবায়দুল কাদের পদ্মাসেতু যান চলাচল সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর