Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল্প নেতৃত্বের জন্য কাস্তে মার্কায় ভোটের আহ্বান সিপিবি’র


২৮ জানুয়ারি ২০২০ ১৯:৫৭

ঢাকা: ঢাকার ‘অসুন্দর’কে দূর করতে সিটি করপোরেশন নির্বাচনে কাস্তে মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি জানান, ৯৫ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে ঢাকার উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিরপুর ওয়াসা গলিতে আয়োজিত পথ-সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. রুবেলের নির্বাচনি প্রচারে মুজাহিদুল ইসলাম সেলিম এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভায় ডিএনসিসি নির্বাচনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, ঢাকার নগরজীবনের যন্ত্রণা দূর করতে হলে বদলাতে হবে রাজনীতি। গড়ে তুলতে হবে বিকল্প নেতৃত্ব। কাস্তে মার্কা বিকল্প নেতৃত্ব গড়ে তোলার জন্য লড়াই করছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা লুনা নূর ও আসলাম খান, পেশাজীবী আন্দোলনের নেতা অধ্যাপক ডা. আবু সাঈদ, প্রকৌশলী নিমাই গাঙ্গুলি, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের ঢাকা নগরের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী প্রমুখ।

পথসভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার কথা বলে তারা অতীতের মতো জনগণের সাথে প্রতারণার কথা বলছে। ঢাকাকে সুন্দর-পরিচ্ছন্ন করতে হলে ঢাকার গরীব-মধ্যবিত্ত শ্রমিক মেহনতি মানুষের উন্নয়ন পরিকল্পনা করতে হবে।

কাস্তে মার্কার প্রার্থী ডা. রুবেলকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে কাস্তে মার্কার সমর্থনে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, মগবাজার, হাতিরঝিলে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কাস্তে মার্কা মুজাহিদুল ইসলাম সেলিম সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর