নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১১ বছর বয়সী বাক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার চর হাছান গ্রামের ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব হোসেন (১৯) পলাতক। রাকিব ওই এলাকার মো. মহসিনের ছেলে।
চর জববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী শিশুর স্বজনের বরাত দিয়ে তিনি জানান, রাকিব তাদের প্রতিবেশী। সকালে রাকিব শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি ঘর থেকে বের হয়ে ইশারায় বিষয়টি অভিভাবকদের জানায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবকে আটক করতে পুলিশের চারটি টিম বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে যাচ্ছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।