Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত থেকে নির্বাচনি ক্যাম্প অপসারণের নির্দেশ


২৮ জানুয়ারি ২০২০ ২২:২৮

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনি এলাকায় বিভিন্ন স্থানে ফুটপাতের ওপর থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি ক্যাম্প অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জদের (ওসি) এ সংক্রান্ত নির্দেশনা দেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইসি সূত্র।

নির্দেশে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকার উত্তরে বিভিন্ন ওয়ার্ডে ফুটপাতের ওপর মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের স্থাপিত নির্বাচনি ক্যাম্প অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ফুটপাতের ওপর স্থাপিত সব নির্বাচনি ক্যাম্প অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এর আগে গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ফুটপাতের ওপর নির্বাচনি ক্যাম্প তৈরির বিষয়ে অভিযোগ করেছিল বিএনপির একটি প্রতিনিধি দল। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

উচ্ছেদ উত্তর টপ নিউজ নির্বাচনি ক্যাম্প


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর