Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ চুরির মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে


২৮ জানুয়ারি ২০২০ ২২:৫৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ২৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: গাছ চুরির অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে নাসির উদ্দিন এবং মামলার আরেক আসামি রাহুল তঞ্চঙ্গ্যা ওরফে বাবুল মেম্বারকে কারাদণ্ড দেন আদালত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল মো. নাসির উদ্দিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ মাসের কারাবাস ভোগ করতে হবে তাকে। মামলার অন্য আসামি বাবুল মেম্বারকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার সাজা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সূত্র জানায়, মো. নাসির উদ্দিন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বন বিভাগ সূত্র জানায়, কাপ্তাই উপজেলায় রাম পাহাড় হাতির গেট এলাকায় ১৮৭৩ সালে সেগুন বাগান করা হয়। আসামিরা কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের ৪৯ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। ২০১৮ গাছ কাটার দায়ে কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটের ফরেস্ট অফিসার নির্মল কুমার মণ্ডল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।

রাঙ্গামাটি কোর্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গাছ চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর