কর্মসূচিতে মারামারি, চট্টগ্রামে ছাত্রদলের পাঁচ নেতা আটক
২৮ জানুয়ারি ২০২০ ২৩:২১
চট্টগ্রাম ব্যুরো: ছাত্রদলের ডাকা কর্মসূচিতে দুই পক্ষের মারামারির জেরে চট্টগ্রামে বিএনপি কার্যালয় থেকে পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর নাসিমন ভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু‘টি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
আটক নেতারা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম সর্দার ও সহ সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, চট্টগ্রাম নগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ঢাকা মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. বেলাল।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘ছাত্রদল নেতারা নগর শাখার কমিটি গঠন নিয়ে মিটিং করছিলেন। সেখানে নিজেরা মারামারি করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের ওপর হামলা করে তারা। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর আমরা পাঁচজনকে আটক করেছি। দু‘টি ককটেল উদ্ধার করেছি।’