Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৪ একর পপিক্ষেত ধ্বংস, আটক এক


২৯ জানুয়ারি ২০২০ ১১:৫৩

বান্দরবান: বান্দরবানে অভিযান চালিয়ে আবারও পপিক্ষেত ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় ক্যতোই খুমি পাড়ার পেনন খুমি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় চার একর পপিক্ষেত ধ্বংস করা হয়।

জানা গেছে, গোপনীয় সংবাদের ভিত্তিতে রুমা সেনা জোনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্যতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিড়িতে অভিযান চালায়। সেখানে প্রায় চার একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করে।

রুমা উপজেলার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আকবর জানান, ক্যতোই খুমি পাড়ার কাছে ম্রক্ষ্যং ঝিড়িতে লোকচক্ষুর আড়ালে স্থানীয় পাহাড়ীরা নিষিদ্ধ পপি বাগান গড়ে তুলেছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে পপি বাগান ধ্বংস করে ছাড়াও বাগানের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত একর জমির চারটি ক্ষেত ধ্বংস করে র‌্যাব-৭-এর সদস্যরা। এছাড়া চারটি ক্ষেত থেকে প্রায় ৬০ কেজি পপির রসও উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি।

৪ একর ক্ষেত ধ্বংস পপি

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর