কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
২৯ জানুয়ারি ২০২০ ১৪:৪২
কুষ্টিয়া: কুষ্টিয়ায় যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল কাদের। তিনি খোকসা উপজেলার দেবী নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টায় আব্দুল কাদের তার বাড়িতে স্ত্রী মিলি খাতুন (২০) কে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মিলির মৃতদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যান।
এঘটনায় নিহত মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনে হত্যার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলি আব্দুল হালিম বলেন, এটি খোকসা থানার একটি চাঞ্চল্যকর মামলা। এই মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণি করা গেছে। দীর্ঘ স্বাক্ষ্য ও শুনানি শেষে আব্দুল কাদেরে বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১১ (ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে আদালত আব্দুল কাদেরকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের আদেশ দেন।
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড স্বামীর মৃত্যুদণ্ড