আইফোনে বাড়ছে অ্যাপলের আয়, এবার রেকর্ড
২৯ জানুয়ারি ২০২০ ১৯:১২
আইফোনে ভর করে আয়ের নতুন রেকর্ড গড়লো মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারে এক প্রান্তিকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করেছে অ্যাপল। গতবছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ৯ শতাংশ।
এক প্রেস বিজ্ঞপতিতে অ্যাপল জানিয়েছে, ডিসেম্বরে শেষ হওয়া অ্যাপলের অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় হয়েছে ৯ হাজার ১৮২ কোটি মার্কিন ডলার। এমন অংক ওয়ালস্ট্রিটের বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
অ্যাপলের তরফ থেকে জানানো হয়, বাজারে আইফোন ১১ ,আইফোন ১১ প্রো’র উচ্চ চাহিদার কারণেই এমন বড় অংকের আয় করতে পেরেছে প্রতিষ্ঠানটি। এ প্রান্তিকে আইফোন থেকে আয় হয়েছে ৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এছাড়াও অ্যাপলের স্মার্টওয়াচ ও অ্যাপল টিভিপ্লাসেরও ব্যাপক চাহিদা ছিল। যা প্রতিষ্ঠানটির আয় বাড়াতে সাহায্য করেছে।
এছাড়া এক বছর ধরে চীনের বাজারে আইফোনের বিক্রি কমলেও গত তিন মাসে গুরুত্বপূর্ণ এ বাজারে বিক্রি বেড়েছে। যা অ্যাপলের আয়ে বড় ভূমিকা রেখেছে।