Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পিত শহর গড়ে তুলতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান আতিকুলের


২৯ জানুয়ারি ২০২০ ২৩:৪২

ঢাকা: ঢাকা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে ভোটারদের প্রতি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, নৌকা মার্কা এনে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা, নৌকা মার্কা এনে দিয়েছে বাংলাদেশের উন্নয়নের জোয়ার। সেই জোয়ার অব্যাহত রাখতে ১ ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিন।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বনানীতে নিজ নির্বাচনি কার্যালয়ে ঢাকাস্থ নোয়াখালী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, অনেকেই প্রশ্ন করেন, কিভাবে অপরিকল্পিত শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়। আমি উদাহরণ দিয়ে বলি, কিভাবে সেটি করা যায় তা দেখিয়ে দিয়ে গেছেন নোয়াখালীর কৃতি সন্তান প্রয়াত আনিসুল হক। আমি সেই ধারাবাহিকতায় কাজ করে যেতে চাই।

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, আমি যে ৯ মাস আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি, সেই সময়ে চেষ্টা করে গেছি নগরবাসীর উন্নয়নে কাজ করে যেতে। নিয়েছি অনেক পদক্ষেপ, নির্বাচিত হলে সেগুলো ভবিষ্যতে পূরণ করব।

এসময় মুজিববর্ষে নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহ্বান জানান আতিকুল ইসলাম।

মতবিনিময় সভায় আতিকুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ নোয়াখালী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম ডিএনসিসি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর