Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকল জেলায় চীন থেকে আগত নাগরিকদের তালিকা করার নির্দেশ


৩০ জানুয়ারি ২০২০ ০৩:৩৬

ঢাকা: দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের নিজ নিজ জেলায় গত ১৪ দিনে চীন থেকে আগত সকল নাগরিকদের তালিকা করতে বলা হয়েছে। এছাড়াও দেশের সকল সিভিল সার্জনদের করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি অবহিত করে এর সংক্রমণ রোধে করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ভাইরাস কন্ট্রোল রুমে একটি দিক নির্দেশনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে জানানো হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

আইইডিসিআর-এর পরিচালক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত দেশে করোনা ভাইরাস রোগীর সংখ্যা পাওয়া যায়নি। বিমানবন্দরে চীন থেকে আগত স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা তিন হাজার ৩৪৮ জন। এর মধ্যে কোনো সন্দেহজনক রোগী এখনো পাওয়া যায় নি। আইইডিসিআর এর হটলাইনে মোট কল সংখ্যা ৫৩টি এবং করোনা ভাইরাস সংক্রান্ত মোট কল সংখ্যা ৯টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ভাইরাস কন্ট্রোল রুমে একটি দিক নির্দেশনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে সিভিল সার্জনদের করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি অবহিত করে এর সংক্রমণ রোধে করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদেরকে তা অবহিত করতে অনুরোধ জানানো হয়।

এ সময় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকেও (এফবিসিসিআই) চীনে ব্যবসায়ীক ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশকে চীনে ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

আইসিডিডিআর করোনা ভাইরাস চীন থেকে আগত ভাইরাস কন্ট্রোল রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর