Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর খুঁজে পেতে পাঁচ উপায়


৩০ জানুয়ারি ২০২০ ০৬:৪৩

ঢাকার গুরুত্বপূর্ণ দুই সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র একদিন। ফেব্রুয়ারির ১ তারিখ পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে দুই নগরপিতা আর কাউন্সিলর নির্বাচিত করতে প্রস্তুত রাজধানীর ভোটাররা। আর ভোটারদের সুবিধা দিতে এবার পাঁচ ধরনের সহজ উপায় রেখেছেন নির্বাচন কমিশন।

এসএমএস, অ্যাপ, ওয়েবসাইট, ফোন এবং কিউআর কোড এই পাঁচ মাধ্যম ব্যবহার করে সহজেই নিজ নিজ ভোটকেন্দ্র, ভোটার নম্বর জানতে পারবেন ভোটার।

বিজ্ঞাপন
  • ১. https://service.nidw.gov.bd/resources /forms/PollingCenter.apk অ্যাপের এই লিংক ডাউনলোড করে ভোটকেন্দ্রের তথ্য, ভোটার নম্বরসহ দিক নির্দেশনা পাওয়া যাবে।
  • ২. মোবাইলের এসএমএস অপশনে গিয়ে PC স্পেস NID লিখে ১০৫ এ এসএমএস পাঠালে রিটার্ন এসএমএসে পাওয়া যাবে ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটার নম্বর।
  • ৩. নির্বাচন কমিশনের ওয়েবসাইটের এই ঠিকানায়ও জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা।
  • https://services.nidw.gov.bd/voter_center
  • ৪. নির্বাচন কমিশনের কল সেন্টার ১০৫ নম্বরে ফোন করেও ভোট সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
  • ৫. QR কোড স্ক্যান করেও নির্দিষ্ট লিংকে প্রবেশ করে ভোট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

এবার রাজধানীর উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮ কেন্দ্র এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ১৫০ টি কেন্দ্রের ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। শনিবার ১ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন ভোটারদের তথ্য সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর