ডিএনসিসির ৮টি ভেন্যু থেকে ভোটকেন্দ্রে যাবে ইভিএম
৩০ জানুয়ারি ২০২০ ১২:২১
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও আনুষঙ্গিক মালামাল ৮টি ভেন্যু থেকে ভোটকেন্দ্রগুলোর জন্য বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সব মালামাল বিতরণ করা হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ভেন্যুগুলো হলো- উত্তরা কমিউনিটি সেন্টার, ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর ১৪; মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, মিরপুর ২; বনানী বিদ্যানিকেতন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী; তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০ টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।