চীন থেকে আসা জ্বরে আক্রান্ত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি
৩০ জানুয়ারি ২০২০ ১৫:৪২
ঢাকা: করোনাভাইসে আক্রান্ত হয়েছেন সন্দেহে চীন থেকে দেশে আসা এক বাংলাদেশি নগরিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইরাল জ্বরে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালের ‘আইসোলেশন ইউনিটে’ ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদুল হাসান। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাননি তিনি।
তৌহিদুল হাসান জানান, বুধবার রাতে চীন থেকে একজন বাংলাদেশি নাগরিক এসেছেন। তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অসুস্থতার কিছু কিছু লক্ষণের সঙ্গে করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের লক্ষণের মিল থাকায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ায় সাজ্জাদ জানিয়েছেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আইসোলেশন ইউনিট করোনাভাইরাস কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চীন থেকে আসা বাংলাদেশি জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি