Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে আলোচনায় রোমান পোলনস্কি


৩০ জানুয়ারি ২০২০ ১৭:১৩

ফ্রান্সের অস্কারখ্যাত ‘সিজার অ্যাওয়ার্ড’- এর মনোনয়ন তালিকা প্রকাশ হয়েছে বুধবার (২৯ জানুয়ারি)। এই তালিকা প্রকাশের পরপরই ব্যাপক সমালোচনা মুখে পড়েছে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। কারণ রোমান পোলানস্কির ‘এন অফিসার এন্ড এ স্পাই’ সিনেমাটি মনোনয়ন তালিকায় শীর্ষে অবস্থান করছে।

রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়েসি এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত। সে সময় লস অ্যাঞ্জেলসে তাকে গ্রেফতারও করে পুলিশ। এর বাইরেও একাধিক নারী নিগ্রহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এবার সিজার অ্যাওয়ার্ডে ১২টি ক্যাটাগরিতে রোমান পোলনস্কির সিনেমা মনোনয়ন পাওয়ার পর ধর্ষনের দায়ে অভিযুক্ত কাউকে ভোট দিয়ে নির্বাচিত করায় ব্যাপক সমালোচনাও শুরু হয়েছে।

ফরাসি নারীবাদী আন্দোলনের অন্যতম কর্মী সেলিন পিকস বলেন, আমি বিস্মিত, প্রায় ৪০০ জন পেশাদার চলচ্চিত্র ব্যক্তিত্ব এ মনোনয়ন তালিকা তৈরিতে ভোট দিয়েছেন। যেখানে ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন পোলনস্কি। ১২ হলো সেই সংখ্যা যে সংখ্যক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এটা শুধু নৈতিকতার বিষয় নয়, এটা ন্যায়বিচারেরও বিষয়।

রোমান পোলনস্কি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর