Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি নির্বাচন চান বিদেশিরা


৩০ জানুয়ারি ২০২০ ১৭:০৫

ঢাকা: ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরশেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান বিদেশিরা।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বৃহস্পতিবার তার গুলশানের বাসায় (৩০ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আশা করছি, আসন্ন সিটি নির্বাচন উৎসব এবং আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। যেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ডিকসন বলেন, ‘যুক্তরাজ্য সরকার আশা করছে যে, নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দয়িত্ব সঠিকভাবে পালন করবে। আশা করি, গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটবে না।’

এদিকে ঢাকার যুক্তরাষ্ট্র মিশন এক বার্তায় জানিয়েছে, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ঢাকায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি কর্পোরেশন নির্বাচন কামনা করছি।’

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্যই সেটা হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম কানুন মেনে চলে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করেন। অন্য দেশে এমন কোনো সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম কানুন মানতে হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অনেক সময় অনেকেই এমনভাবে কথা বলেন যে, মনে হয় আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ করে ফেলেন। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।’

টপ নিউজ বিদেশি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর