‘করোনাভাইরাস ঠেকাতে চীন থেকে আসা যাত্রীদের স্ক্যানিং করা হচ্ছে’
৩০ জানুয়ারি ২০২০ ১৮:৪৫
ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে বিশেষ করে চীন থেকে আসা যাত্রীদের বিমান বন্দরে স্ক্যানিং সিস্টেম চালু করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসি,আর)-এর নিয়মিত পরীক্ষা চালু রেখেছে বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে করোনাভাইরাস সংক্রামক বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখনো এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়নি। এর আগেই বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আমাদের সঙ্গে সহযোগিতা করে ইতোমধ্যে সুন্দর গাইডলাইন তৈরি করেছে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য। যা আমাদের প্রস্তুতির অংশ। ঢাকার সব হাসপাতালে পাঁচ শয্যার আলাদা ওয়ার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে এই ভাইরাসটির সংক্রমণ হবে না। আর কোনো কারণে হলেও আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু আমাদের দেশে এই ভাইরাসের সংক্রমণ আসেনি। সুতরাং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাধারণ জ্বর, ঠান্ডা-কাশিতে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাবো।’
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আগামী ২ তারিখ থেকে ঢাকা মেডিকেল কলেজে সারাদেশের প্রায় ১০০ জন মেডিসিন বিশেষজ্ঞের জন্য একটি অ্যাকিউট মেডিসিন ওয়ার্কসপ, যেখানে ইউএস-এর নয় জন চিকিৎসক হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। যার মাধ্যমে রোগীদের জীবন রক্ষার্থে অ্যাকিউট মেডিসিন সেন্টারগুলো সব হাসপাতালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুজিববর্ষে আমরা এর মাধ্যমে স্বাস্থ্যখাতে আরও বহুদূর এগিয়ে যাব।’
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবু ইউসুফ ফকির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এ কে এম নাসির উদ্দিনসহ অনেকে।