‘জয়ী হলে নতুন ওয়ার্ডগুলো নিয়ে করা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো’
৩০ জানুয়ারি ২০২০ ১৯:৫৬
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটে জয়ী হলে নতুন ওয়ার্ডগুলির জন্য করা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার শেষদিনে ভাটারা নতুনবাজার খন্দকার কমিউনিটি সেন্টার এলাকায় গণসংযোগের সময় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন নতুন ওয়ার্ডগুলির উন্নয়নে যাতে কাজ করে যাই। আমি যে ৯ মাস মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি সে সময়ে চেষ্টা করে গেছি, এই এলাকাগুলোর উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করে এগিয়ে যেতে। আপনারা জানেন এই এলাকাগুলোতে অনেক সমস্যা আছে। সামান্য বৃষ্টি হলেই পানি ওঠে। যদি ১ তারিখ নির্বাচিত হই তবে অগ্রাধিকারভিত্তিতে এই এলাকাগুলোর উন্নয়নে কাজ করে যাবো, নতুন ওয়ার্ডগুলির জন্য করা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো।’
আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘তরুণরা দেশের ভবিষ্যৎ, তারা জানে দেশের উন্নয়নে কোন মার্কাকে ভোট দিতে হবে। নৌকা মার্কা হলো উন্নয়নের প্রতীক। তারুণ্যের প্রথম ভোট তাই নৌকা মার্কার পক্ষে হোক সেটাই আশা করি। যদি নির্বাচিত হই তবে ইনশাআল্লাহ ঢাকা শহরের সবার জন্য খেলার মাঠসহ সুস্থ, সবল, সবুজ ঢাকা গড়ে তুলব। সবাইকে নিয়ে গড়ে তোলা হবে সবার ঢাকা।’
পথসভায় ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম বাছেককে ঠেলাগাড়ি মার্কায়, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম ঢালীকে রেডিও মার্কায় ও সংরক্ষিত ওয়ার্ডে (৩৮, ৩৯, ৪০) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহমুদা বেগমকে ডলফিন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় আতিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহি স্থানীয় নেতারা।