Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইন্টার পাস ডাক্তার’ র‌্যাবের অভিযানে আটক


৩১ জানুয়ারি ২০২০ ১০:০২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১০:২৪

ফেনী: উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলেও ফেনীর পুরাতন সোনাগাজীদে দীর্ঘ ১২ বছর ধরে ‘এমবিবিএস’ সাইনবোর্ড লাগিয়ে ডাক্তার সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন পলাশ চন্দ্র শিব। শেষ পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অভিযানে আটক হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পিঅ্যান্ডএস মেডিকেল হল চেম্বারে চিকিৎসা দেওয়া অবস্থায় ফেনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

বিজ্ঞাপন

র‌্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, পলাশ চন্দ্র শিব কোনো ধরনের সনদ ছাড়াই প্রায় একযুগ ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পলাশ চন্দ্র নিজকে ইন্টারমেডিয়েট পাস বলে দাবি করেছে। তার সাইনবোর্ডে ঝুলানো রেজিস্ট্রেশন নম্বরটি অন্য একজন ডাক্তারের।

র‌্যাবের অভিযানে ছিলেন স্থানীয় ফেনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান ও ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের। তারাও পলাশ চন্দ্র শিবকে ভুয়া ডাক্তার বলে চিহ্নিত করেছেন।

ইন্টার পাস ডাক্তার ভুয়া ডাক্তার র‌্যাবের অভিযান