কাশ্মিরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বিদ্রোহীর মৃত্যু
৩১ জানুয়ারি ২০২০ ১৪:০৯
ভারতের কেন্দ্রশাসিত জম্মুর দক্ষিণাঞ্চলে নাগরতার টোল প্লাজায় শ্রীনগরগামী একটি ট্রাক তল্লাশি করতে গেলে পুলিশের সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর পাঁচটায় সংঘটিত এই বন্দুকযুদ্ধে অন্তত তিনজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক পুলিশ সদস্য। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
জম্মু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মুকেশ সিং আল জাজিরাকে জানিয়েছেন, বিদ্রোহীরা একটি মালবাহী ট্রাকে আরোহী হয়ে ভ্রমণ করছিল। পরে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। যদিও এখন পরিস্থিতি শান্ত। কিন্তু, পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, গোলাগুলি শুরু হওয়ার পর থেকেই মূল রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগরতা অঞ্চলের স্কুলগুলোও বন্ধ রাখা হয়েছে।