টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারির মৃত্যু
৩১ জানুয়ারি ২০২০ ১৫:০৪
কক্সবাজার: কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক কারবারি মারা গেছেন। তার নাম আব্দুল নাসের (৩০)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের মো. জাকেরের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, ৬৬ হাজার ৯১৫ টি ইয়াবা, ২টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড কার্তুজ।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব ১৫ সিপিপি-২ হোয়াইক্যং ক্যাম্প ইনর্চাজ মো. শাহ আলম ‘বন্দুকযুদ্ধে’র কথা নিশ্চিত করেছেন।
মো. শাহ আলম জানান, মাদক পাচারের খবর পেয়ে র্যাবের টহলদল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরানপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ৪-৫ জন অস্ত্রধারী মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৬৬ হাজার ৯১৫টি ইয়াবা, ২টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল নাসেরকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত নাসেরকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই ক্যাম্প ইনর্চাজ।
কক্সবাজার রোহিঙ্গা মাদক কারবারি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’