Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার ছাড়া কাউকে পেলে গ্রেফতার: ডিএমপি কমিশনার


৩১ জানুয়ারি ২০২০ ২২:৪৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ভোটগ্রহণের নিরাপত্তায় ৪০ হাজার পুলিশ সদস্য ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৩০ হাজার মাঠে থাকবে আর ১০ হাজার পুলিশ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ সব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশন নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে জন্য পুলিশের পক্ষ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে। নাগরিকদের নিরাপত্তা দেওয়াই পুলিশের প্রধান কাজ। কেন্দ্রের আশেপাশে ভোটার ছাড়া কাউকে পেলে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।’

বিজ্ঞাপন

গ্রেফতারের কারণ হিসেবে তিনি বলেন, ‘এ ভোট সিটি নির্বাচনের ভোট। যারা ভোটার কেবল তারাই কেন্দ্রে যাবে। ভোটার ছাড়া কাউকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরপরেও যারা কেন্দ্রে বা তার আশেপাশে ঘোরাফেরা করবেন তাহলে তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন। অতএব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর