Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামবাগে ছুরিকাঘাতে বিএনপি সমর্থক আহত


১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিএনপি’র কাউন্সিলর প্রার্থীর সমর্থক নাজির হোসেন (৫৫) আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামাবাগে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইসলামবাগের হাজী বাবুল রোডে নাজিরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা।

চকবাজার পূর্ব ইসলামবাগের বাসায় থাকেন নাজির। তার বাবার নাম মৃত আব্দুল হক মোল্লা। পেশায় তিনি দুধ বিক্রেতা।

নাজির হোসেন অভিযোগ করে জানান, তিনি ২৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী শহিদুল ইসলাম বাবুলের সমর্থক। সন্ধ্যার দিকে তিনিসহ ৪/৫ জন কাউন্সিলর কার্যালয়ে যাচ্ছিলেন। তখন ইসলামবাগের হাজী বাবুল রোড নামাপাড়ায় এলে একই ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের সমর্থক রুবেল দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে নাজিরের পেছনে, মাথায় ও হাতে ছুরিকাঘাত করে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আহত অবস্থায় নাজিরকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন।

ইসলামাবাগ ছুরিকাঘাত বিএনপি সমর্থক