Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মেয়র প্রার্থী আতিকুল


১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কাছে দোয়া নিতে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পরে গণভবনে যান আতিকুল ইসলাম।

সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আতিকুল ইসলামের নির্বাচনি প্রচারণার মিডিয়া সমন্বয়ক জয়দেব নন্দী।

আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি: আতিকুল ইসলাম

তিনি সারাবাংলাকে বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা সাতটার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে দেখা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সেখানে তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন।’ আতিকুল ইসলাম প্রায় এক ঘণ্টা গণভবনে ছিলেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আতিকুল ইসলাম টপ নিউজ দোয়া মেয়র প্রার্থী সভানেত্রী শেখ হাসিনা