চীনে অ্যাপলের সকল বিক্রয়কেন্দ্র বন্ধ ঘোষণা
১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৩
করোনাভাইরাসে শংকা বাড়ছে বিশ্বজুড়ে। চীনে এ পর্যন্ত মারা গেছেন ২৫৯ জন। এর মধ্যে চীন থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। এবার চীনে অ্যাপলের সকল বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এসব বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে চীনে তিনটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছিল অ্যাপল।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও, হংকংয়ের গবেষকরা জানিয়েছেন শুধুমাত্র উহানেই ৭৫ হাজার মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।