Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন শান্তিপূর্ণ, বিএনপির দাবি নতুন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম বলে স্বীকার করেন নেন তিনি। একইসঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবিগুলো ‘নতুন কিছু নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে তুলনামূলকভাবে ভোটার কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আমরা আশা করছি।

বিজ্ঞাপন

বিএনপির এজেন্ট ও ভোটারদের বের করর দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বরাবরই এমন দাবি করে থাকে। তারা যে অভিযোগ করছে, তা নতুন নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

আসাদুজ্জামান খাঁন কামাল সিটি নির্বাচন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর