Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের কোনো এজেন্ট নেই সিটি কলেজের ৩ কেন্দ্রে


১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৬

ঢাকা: ঢাকা সিটি কলেজের তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট থাকলেও বিএনপি তথা ধানের শীষের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি কলেজ ঘুরে দেখা গেছে কলেজের তিনটি কেন্দ্র ২৬৮, ২৬৯ এবং ২৭০। ২৬৮ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৩০ আর নারী ভোটার ৯৫৬। ভোট কক্ষ মোট সাতটি।

প্রতিটি কক্ষে আওয়ামী লীগের পোলিং এজেন্ট থাকলেও বিএনপির নেই। তবে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের নাম-পরিচয় জানতে চাইলে তারা জানাতে চাননি।

এদিকে সিটি কলেজের ২৬৮ নম্বর কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়ে ২৫০টি। শতকরা হিসাবে যা ৯ শতাংশ।

কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট কেন নেই জানতে চাইলে প্রিজাইডিং অফিসার আলমগীর কবীর সারাবাংলাকে বলেন, ‘ভোট শুরুর আগে বিএনপি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা তাদের কোনো এজেন্ট নিয়োগ দেননি। তাই কেন্দ্রে তাদের কোনো এজেন্ট নেই।’

এদিকে সিটি কলেজের ২৬৯ নম্বর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৫৩৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৬১ আর নারী ভোটার ১১৭৩। মোট ভোটকক্ষ সাতটি। সাতটি ভোট কক্ষ ঘুরে প্রতিটি কক্ষে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের দেখা মিলেছে। তবে কোনো পোলিং এজেন্ট তাদের নাম বলতে রাজি নন।

এদিকে দুপুর সাড়ে ১২টা অবধি কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ১২৫টি। শতকরা হিসাব করলে যা ২০ শতাংশ।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ভোট শুরু হওয়ার পর বিএনপির কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি।’

আসার পর নাকি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘যারা আসেননি তাদের বের করে দেওয়া হবে কী করে? আর কেন্দ্রে এমন ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

অপরদিকে সিটি কলেজের ২৭০ নম্বর কেন্দ্রে মোট পুরুষ ও নারী ভোটার ২৪১৮জন। ভোট কক্ষ সাতটি। এখানেও প্রতিটি কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের পোলিং এজেন্ট। তবে এখানকার ৭ নম্বর কক্ষের আওয়ামী লীগের পোলিং এজেন্ট মোস্তফা নূর মোহাম্মদ বলেন, ‘সকাল থেকে ধানের শীষের কোনো এজেন্ট ছিল না। তবে কেন আসেননি তারা ভালো বলতে পারবেন।’

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সৌমিত্র সরকার সারাবাংলাকে বলেন, ‘সকালে বিএনপি প্রার্থীদের ফোন দেওয়া হয়। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তারা কোনো পোলিং এজেন্ট দেননি। যার কারণে কেন্দ্রে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট নেই।’

ঢাকা সিটি ধানের শীষ সিটি করপোরেশন সিটি কলেজে কেন্দ্র সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর