ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটগ্রহণের পর ফল আসতে শুরু করেছে। রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুলের একটি কেন্দ্রের ফলও পাওয়া গেছে। এই কেন্দ্রে সমান সমান ভোট পেয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
বিদ্যানিকেতন স্কুলের এই কেন্দ্রে নৌকা প্রতীকের আতিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের তাবিথ আউয়াল দু’জনেই পেয়েছেন ২৯১ ভোট।
ফলে ইভিএমের প্রথম কেন্দ্রের ফলে এগিয়ে থাকলেন না কেউই।