Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ব্যবধানে জয়ের পথে তাপস


১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২২

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরই মধ্যে ১১৫০ কেন্দ্রের মধ্যে ১০০৯টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। তাতে প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেনের চেয়ে ১ লাখ ৭১ হাজার ৮১০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তাপস।

১০০৯টি কেন্দ্রের ফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শেখ তাপস পেয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৪১ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জাতীয় শিল্পকলা একাডেমিতে ভোটের ফল ঘোষণা করছেন।

এই ১০০৯টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ২৩ হাজার ২৮৯ ভোট, মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন পেয়েছেন ১১ হাজার ২১৮ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার পেয়েছেন ২ হাজার ৭৯৯ ভোট এবং ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মেয়রপ্রার্থী মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২ হাজার ১৪৯ ভোট।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়।

সকালের দিকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

ভোটারদের উপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে। এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে ২৫ শতাংশ ভোট পড়েছে

ইশরাক টপ নিউজ তাপস ধানের শীষ নৌকা প্রতীক মেয়রপ্রার্থী সিটি নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর